
ডেলিভারি পলিসিঃ
ঢাকা (মেট্রোপলিটন এরিয়াতে) সার্ভিস চার্জ ৪০ টাকা ( ২৪ থেকে ৭২ ঘণ্টায় ডেলিভারি)
ঢাকার বাহিরে (কুরিয়ার সার্ভিস সুন্দরবন অথবা এস এ পরিবহন) যেখানে আছে সেই সকল এরিয়াতে ২০০ টাকা সার্ভিজ চার্জ প্রযোজ্য। (পণ্য কুরিয়ার সার্ভিস অফিস হতে আপনাকে গ্রহন করতে হবে) সে ক্ষেত্রে ডেলিভারি টাইম ৩ থেকে ৫ কর্মদিবস সময় লাগতে পারে ।
ঢাকার বাহিরে যদি হোম ডেলিভারি নিতে চান তা হলে ডেলিভারি চার্জ ২০০ টাকা । ডেলিভারি ৩ থেকে ৫ দিন সময় লাগতে পারে ।
ঢাকার বাহিরের অর্ডার এর ক্ষেত্রে ডেলিভারি চার্জ অগ্রিম প্রদান সাপেক্ষে পন্য প্রেরন করা হয়ে থাকে ।
শুধুমাত্র ডায়াপার এর ক্ষেত্রে ঢাকার বাইরে প্রতি পিস এ ২০০ টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে ।
বেবি টয় ও গেমিং বেবী খেলনা জাতীয় পন্যের ক্ষেত্রে পন্যের সাইজ ও লোকেশন অনুযায়ী আলোচনা সাপেক্ষে ডেলিভারি চার্জ নির্ধারিত হবে।
বিশেষ পরিস্থিতে ডেলিভারি চার্জ পরিবর্তন হতে পারে । যেমন হরতাল , প্রকৃতিক দুর্যোগ, মহামারী এই সমস্থ সময়ে উপরের উল্ল্যেখিত চার্জ ও সময় প্রযোজ্য হবেনা , প্রতিটা ডেলিভারী আলোচনা সাপেক্ষে চার্জ ও সময় নির্ধারন করে পণ্য প্রেন করা হবে । বিস্তারীত জানতে কল করুন 01911 404 808